ইশরাক হোসেনের পদত্যাগ দাবিতে আন্দোলন চলবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৫:১৭ অপরাহ্ণ
ইশরাক হোসেনের পদত্যাগ দাবিতে আন্দোলন চলবে

বিএনপি নেতা ইশরাক হোসেন পুনর্বার স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবি করেছেন। তিনি জানিয়েছেন, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের আন্দোলন চলবে এবং রাজপথ ত্যাগ করা হবে না।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে ইশরাক হোসেন বলেন, ‘আন্দোলনকারীদের বলবো, এসব মুলা দিয়ে গাধা বশ করা যায় না, আমাদের নয়। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত লড়াই চলবে, রাস্তা ছাড়বেন না, আন্দোলন আরও বিস্তৃত করতে হবে।’

এদিন সকালে হাইকোর্ট ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেট স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দেয়। এ সিদ্ধান্তের পর বিএনপির নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করে স্লোগান দেন, ‘ইশরাক মেয়র হলো’, ‘জনগণের বিজয় হলো’।

গত বুধবার থেকে কাকরাইল মোড়ে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীরা, মেয়র হিসেবে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে। ইশরাকও রাতভর অবস্থান কর্মসূচিতে ছিলেন এবং মেয়র পদে দায়িত্ব নেওয়া না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।