উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয়: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৫:১২ অপরাহ্ণ
উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয়: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) ডিএসসিসির মেয়র ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর রিট হাইকোর্ট খারিজ করার পর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় তিনি গণমাধ্যমে এই প্রতিক্রিয়া দেন।

মির্জা ফখরুল বলেন, আদালত আইনের প্রতি সম্মান দেখিয়ে সঠিক রায় দিয়েছেন যা গণতন্ত্রের এক বড় জয়। ঢাকাবাসীসহ দেশের জনগণ জনতার মেয়র হিসেবে ইশরাক হোসেনকে স্বীকৃতি দিয়েছে।

তিনি দ্রুত স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ইশরাকের শপথ কার্যক্রম দ্রুত করার আহ্বান জানান। এছাড়া রাজনৈতিক সংকট উত্তরণের জন্য অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার পরামর্শ দেন।

মির্জা ফখরুল নেতাকর্মীদের বলেন, আদালতের রায়ের পর এখন রাস্তা থেকে সরে এসে জনগণের স্বস্তির দিকে মনোযোগ দেওয়া উচিত। বর্তমানে তিনি ব্যাংককে চিকিৎসাধীন রয়েছেন।