কোরবানি বিতর্কে দ্য হেগ দূতাবাসের মিনিস্টার শাবাব আহমেদকে দেশে ফেরার নির্দেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ণ
কোরবানি বিতর্কে দ্য হেগ দূতাবাসের মিনিস্টার শাবাব আহমেদকে দেশে ফেরার নির্দেশ

দ্য হেগে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (স্থানীয়) শাবাব বিন আহমেদকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়, তাকে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার হিসেবে বদলি করা হয়েছিল, তবে সেই আদেশ এখন বাতিল করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলকাতা মিশনে যোগদানের আগেই শাবাব কোরবানি দেওয়ার প্রথা বন্ধের নির্দেশ দেন। এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দেয়। সমালোচনার মুখে পড়েই কলকাতা মিশনে তার বদলির আদেশ বাতিল করে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়।

গণমাধ্যমের প্রশ্নের জবাবে শাবাব নিজের অবস্থানের ব্যাখ্যায় জানান, ভারতের মতো হোস্ট কান্ট্রির আস্থা অর্জন করা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, আর সেই আস্থার জায়গা থেকেই তিনি কোরবানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন।

প্রসঙ্গত, কলকাতা মিশনে কোরবানি একটি দীর্ঘদিনের রেওয়াজ। গত ৩০ বছরেরও বেশি সময় ধরে সেখানে প্রতিবছর ৫ থেকে ৭টি গরু ও ছাগল কোরবানি দেওয়া হয়। এই কোরবানির গোশত বিভিন্ন এতিমখানায় পাঠানো হয় এবং মিশনের আশপাশে বসবাসকারী মুসলিমদের মধ্যেও বিতরণ করা হয়।