খলিলুর রহমানের পদত্যাগ দাবি রুহুল কবির রিজভীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৫:১১ অপরাহ্ণ
খলিলুর রহমানের পদত্যাগ দাবি রুহুল কবির রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছেন। বৃহস্পতিবার (২২ মে) নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

রিজভী বলেন, রাষ্ট্র নিরাপত্তা নিয়ে কোনো আপস করা যাবে না। মানবিক করিডরের নামে ড. খলিলুর রহমান বাংলাদেশকে অস্থিতিশীল ও অনিরাপদ করতে চাচ্ছেন। তাই তার পদত্যাগ জরুরি।

এছাড়া, তিনি ইশরাক হোসেনকে নিয়ে আদালতের রায়কে জনগণের প্রত্যাশার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন এবং বলেন, কিছু উপদেষ্টা ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন। বর্তমান সরকার বিএনপি নেতাদের সঙ্গে অপ্রয়োজনীয় সংঘাত তৈরি করতে চায়।