জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের দাবি, আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে

বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, টাকা ও রাজনৈতিক সুপারিশের মাধ্যমে অনেক হত্যাকারী আওয়ামী লীগের নেতারা জামিন পেয়ে গেছে। অপরদিকে, টাকা ও রাজনৈতিক প্রভাব না থাকায় আওয়ামী লীগ আমলে নিরীহ অনেক মানুষ জামিন পায়নি এবং নির্যাতনের শিকার হয়েছে।
তিনি উল্লেখ করেন, শাপলা হত্যাকাণ্ডের মিথ্যা মামলায় অনেক নির্দোষ আলেম এখনও আদালতে যাত্রা করছে এবং কারাগারে বন্দী রয়েছে। এছাড়া, কিছু বড় অপরাধী যারা বিএনপির সাথে সম্পর্কিত, তারা বিএনপি আমলে জেলে গিয়েও পরে জামিন পেয়েছে। সারজিস আলম প্রশ্ন তুলেছেন, এসব জামিন কিভাবে সম্ভব হলো, কার সুপারিশে, এবং কোন আইনজীবী ও বিচারকের সরাসরি সহযোগিতায় এটি ঘটেছে?
তিনি আরও দাবি করেন, “প্রকাশ্য দিবালোকে হাসিনার নির্দেশে এত মানুষ নিহত হয়েছে, কিন্তু নয় মাসেও কোনো বিচার হয়নি। এই দায় থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল কি রেহাই পেতে পারেন? তাই এখনই তার পদত্যাগ চাওয়া উচিত।”
সারজিস আলমের এই মন্তব্য সমাজে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।
আপনার মতামত লিখুন