দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার ঘোষণা দিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৫:০৮ অপরাহ্ণ
দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার ঘোষণা দিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন

বিএনপি নেতা ইশরাক হোসেন বুধবার (২১ মে) রাত পৌনে ৮টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনরত সমর্থকদের উদ্দেশে ঘোষণা দেন, দাবিপূর্ণ কার্যক্রম না পাওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। তিনি একই সঙ্গে সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাওমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবি জানান।

আদালতের রায়ের পর থেকে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা আদায় করতে গত এক সপ্তাহ ধরে নগর ভবন ও হাইকোর্ট এলাকা সহ বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন করছেন বিএনপি সমর্থকরা। বুধবারও দিনভর মৎস্য ভবন মোড়ে অবস্থান করেন তারা। সন্ধ্যার পর হাজার হাজার নেতাকর্মী যমুনার সামনে বিক্ষোভ মিছিলের সঙ্গে ইশরাকও উপস্থিত ছিলেন।

ইশরাক বলেন, “আদালতের রায় অনুযায়ী আমাদের ন্যায্য দাবি রয়েছে। এটি কোনো এক ব্যক্তিকে মেয়র করার আন্দোলন নয়, বরং আগামী নির্বাচনের সুষ্ঠু ও ন্যায্যতা নিশ্চিত করার লড়াই। আদালত এবং নির্বাচন কমিশন পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়টি বিশ্লেষণ করেছে। স্থানীয় সরকারের কাজ শপথগ্রহণ নিশ্চিত করা, কিন্তু উপদেষ্টারা ব্যক্তিগত মতামত দিয়ে বাধা দিচ্ছেন। এটা আমাদের মৌলিক অধিকারের বিরুদ্ধে।”

তিনি আরও বলেন, “দুই উপদেষ্টা সরকারে থেকে রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন যা নৈতিক নয়। এর বাইরে আরও কিছু উপদেষ্টা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন, বিচার বিভাগ ও কমিশনের ওপর চাপ সৃষ্টি করছেন। এতে সরকারের প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ন হবে এবং নতুন এক স্বৈরাচার প্রতিষ্ঠা পাবে, যা আমরা বরদাশত করবো না।”

ইশরাক আরও বলেন, “বিএনপি ছোট একটি দল নয়, আমরা কোটি মানুষের আস্থার প্রতীক। এই আন্দোলনের মাধ্যমে জনগণের কাছে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচিত হচ্ছে। আমরা সব রাজনৈতিক দলকে সহাবস্থানের জন্য উৎসাহিত করছি।”