বিএনপি নেতা ইশরাক হোসেনের অন্তর্বর্তীকালীন সরকারের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, আন্দোলন আপাতত স্থগিত

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এসে বিএনপি নেতা ইশরাক হোসেন জানান, অন্তর্বর্তীকালীন সরকারকে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে সরকারের পদক্ষেপ অনুযায়ী পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে। তাই আপাতত আন্দোলন স্থগিত রাখা হয়েছে।
ইশরাক বলেন, “আমরা আইন ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল। হাইকোর্টের রায় নিশ্চিত হওয়ায় আইনের বিজয় হয়েছে। আশা করছি সরকার দ্রুত রায় বাস্তবায়ন করবে। যদি আবার বিলম্ব হয়, তাহলে আগামীকাল সকালেই আমরা আন্দোলন জোরদার করব।”
তিনি আরও জানান, সরকারের মধ্যে থাকা দুই বিতর্কিত ছাত্র প্রতিনিধির পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ইশরাকের সমর্থকরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তার শপথ গ্রহণের দাবি জানিয়ে কাকরাইলে অবস্থান নিয়েছে এবং বিভিন্ন স্লোগান দেন।
এসময় ইশরাক হোসেন সাধারণ জনগণের প্রতি দুঃখ প্রকাশ করে বলেন, আন্দোলনের কারণে জনদুর্ভোগ হওয়ায় ক্ষমা চাওয়া হচ্ছে। তবে সরকারের অবিচারের কারণে বাধ্য হয়ে এ কর্মসূচি নিতে হয়েছে।
আপনার মতামত লিখুন