রাখাইনে যুদ্ধ ঠেকাতে মানবিক করিডোরের নামে প্ররোচনা বন্ধের আহ্বান

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধের দিকে ঠেলে না দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, “বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ, মানবিক করিডোরের নামে যুদ্ধের দিকে নিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না।”
বৃহস্পতিবার (২২ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের আয়োজনে রাখাইনে মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
দুদু আরো বলেন, “ড. ইউনূসকে অনুরোধ, যুদ্ধের পরিবর্তে জনগণকে রক্ষা করা এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা হোক। অনেকেই আজো ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার ফিরিয়ে দিন।”
তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি সতর্ক করে বলেন, তাদের কাজ হলো নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা এবং সরকারের সহকারী উপদেষ্টার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি মো. শামিম কায়সার লিংকন, কৃষকদলের রাজি, এস কে সাদি, গিয়াস উদ্দিন খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন