ঈদে পরিচ্ছন্নতায় মাঠে থাকার ঘোষণা ‘জনতার মেয়র’ ইশরাক হোসেনের

ঢাকা দক্ষিণ সিটির ঘোষিত মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কোরবানির ঈদে নিজেকে পরিচ্ছন্নতাকর্মীদের পাশে রাখার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “শপথ নয়, দায়িত্বই মুখ্য।”
শুক্রবার (২৩ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিএনপি নেতা ইশরাক নিজেকে ‘জনতার মেয়র’ হিসেবে দাবি করে বলেন, “ঈদের আগে পর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতি নিশ্চিত করাই এখন আমার দায়িত্ব। উত্তরের মেয়র না আসা পর্যন্ত সেখানকার দায়িত্ব পালনেও সহযোগিতা করব।”
তিনি জানান, দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর এবং বিগত নির্বাচনের প্রার্থীদের সমন্বয়ে জোনভিত্তিক মনিটরিং টিম গঠন করা হবে এবং নিজেও পরিচ্ছন্নতা কার্যক্রমে মাঠে থাকবেন। একই সঙ্গে ঢাকা উত্তর সিটির প্রশাসন ও পরিচ্ছন্নতাকর্মীদের দিকেও সহযোগিতার হাত বাড়ানোর আশ্বাস দেন তিনি।
২০২০ সালের নির্বাচনে পরাজয়ের পর অনিয়মের অভিযোগ এনে ইশরাক মামলা করেন। চলতি বছরের ২৭ মার্চ আদালত তাঁকে বৈধ মেয়র ঘোষণা করে এবং ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে।
তবে এ গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আপিল প্রক্রিয়া চলছে। হাইকোর্টে দায়ের করা একটি রিট খারিজ হলেও, চূড়ান্ত রায় না আসা পর্যন্ত শপথ গ্রহণ না করার দাবি তুলেছেন আবেদনকারীরা।
এদিকে ইশরাকপন্থীরা শপথ আদায়ের দাবিতে আন্দোলনে নেমেছেন। কাকরাইলে অবরোধের পর বৃহস্পতিবার তাঁরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।
ইশরাকের এই অবস্থানকে কেউ দেখছেন দায়িত্বশীল নাগরিকের ভূমিকা হিসেবে, কেউবা বলছেন রাজনৈতিক কৌশল।
আপনার মতামত লিখুন