জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সতর্কবার্তা: অস্থিতিশীলতার ফাঁদে না পা দিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৮:২৮ অপরাহ্ণ
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সতর্কবার্তা: অস্থিতিশীলতার ফাঁদে না পা দিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টার বিরুদ্ধে সতর্ক করে বলেছেন, “অরাজকতা তৈরির ফাঁদে পা না দিয়ে আমাদের উচিত ঐক্যবদ্ধ থাকা।”

শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ আয়োজিত পরিচিতি ও সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “আমাদের রাজনীতি ও অস্তিত্ব নির্ভর করে জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনার ওপর। অনেকেই এটিকে শুধুমাত্র ক্ষমতার পালাবদল হিসেবে দেখছেন, অথচ আমরা চাই মৌলিক সংস্কার। এনসিপি এর বিরোধিতা করেছে এবং করবে। আমাদের লক্ষ্য একটি সংগঠিত শক্তির মাধ্যমে নতুন প্রজাতন্ত্র গঠন।”

তিনি আরও বলেন, “জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পথে যত বড় বাধাই আসুক, আমরা তা মোকাবিলা করব। শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের উপহার হিসেবে এই ঘোষণাপত্র বাস্তবায়ন করাই হবে আমাদের প্রধান কর্তব্য।”

নাহিদ ইসলাম বলেন, “যখন রাষ্ট্র সংস্কারের দাবি জোরালো, তখন কিছু তরুণ নেতা ক্ষমতার জন্য ব্যাকুল হয়ে উঠছে। এই অবস্থায় দেশপ্রেমিক যুবসমাজকে ঐক্যবদ্ধ করে ভবিষ্যতের রাষ্ট্র নির্মাণে প্রস্তুত করতে হবে।”

সভায় এনসিপির অন্যান্য নেতারাও বক্তব্য দেন এবং সংগঠন পরিচালনার জন্য সদস্যদের থেকে এককালীন ফি ও মাসিক চাঁদা সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ভবিষ্যতের কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়।