ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখার পক্ষে জামায়াতের ডা. তাহের, সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ দাবি
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়ে তা টিকিয়ে রাখার প্রয়োজনীয়তার কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
শুক্রবার (২৩ মে) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে পটুয়াখালী জেলা ফোরাম আয়োজিত প্রীতি সমাবেশে তিনি বলেন, “রাজনীতিতে উত্তেজনা প্রশমিত হচ্ছে। আমরা সমালোচনা করছি, সংশোধনের চেষ্টা করছি। একইসঙ্গে ইউনূসের সরকারকে টিকিয়ে রাখতে হবে। কারণ, তার অধীনেই একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব। সেই নির্বাচনই চলমান সংকটের সমাধান দিতে পারে।”
তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের নির্ধারিত তারিখসহ একটি স্বচ্ছ ও সুসংহত রোডম্যাপ ঘোষণার দাবিও জানান।
জামায়াতের পক্ষ থেকে ডা. তাহের বলেন, “স্বাধীনতা, গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার ক্ষেত্রে আমরা কোনো আপস করবো না।”
অনুষ্ঠানে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “১৭ বছর যারা ভোট দিতে পারেনি, তারা যেন এবার ভোট দিতে পারে তা নিশ্চিত করতে হবে। কেউ যদি আবার ভোটাধিকার কেড়ে নিতে আসে, জীবন বাজি রেখেও তার বিরুদ্ধে দাঁড়াবো।”
তিনি নির্বাচন কমিশন ও সরকারকে সতর্ক করে বলেন, “সংস্কার, কালো টাকা ও অবৈধ অস্ত্র দমন, এবং অংশগ্রহণমূলক নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।”
তার ভাষ্য অনুযায়ী, এখনো গ্রাম-গঞ্জে জনগণ নিশ্চিত নয় তারা সুষ্ঠু নির্বাচন পাবে কিনা। তিনি অভিযোগ করেন, “পরিচয়হীন চাঁদাবাজ ও সন্ত্রাস আগের তুলনায় কয়েকগুণ বেড়েছে। ফলে সুষ্ঠু নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং কেউ কেউ সেই উদ্বেগে পদত্যাগের কথা ভাবছেন।”


আপনার মতামত লিখুন