আগামী ৩০ জুনের মধ্যে সংসদ নির্বাচন হবে প্রধান উপদেষ্টার অধীনে

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫, ৮:০৪ অপরাহ্ণ
আগামী ৩০ জুনের মধ্যে সংসদ নির্বাচন হবে প্রধান উপদেষ্টার অধীনে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী বছরের ৩০ জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তিন দলের বৈঠকের পর এই তথ্য জানান তিনি।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার অবস্থান অনুযায়ী ডিসেম্বর থেকে ৩০ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জামায়াত ও এনসিপি এই সিদ্ধান্তকে সমর্থন করেছে। তিন দলই চান প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হোক।

এছাড়া এনসিপি স্থানীয় সরকার নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করেছে এবং গতকালকের সব নির্বাচন অবৈধ ঘোষণা করার দাবি তুলেছে। প্রেস সচিব জানান, বিএনপি, জামায়াত ও এনসিপি তিন দলই প্রধান উপদেষ্টার পদত্যাগ নয়, বরং তার নেতৃত্বে নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছে।