প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সর্বদলীয় বৈঠক রোববার
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫, ৮:০২ অপরাহ্ণ

রোববার বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে যমুনা সরকারি বাসভবনে সর্বদলীয় বৈঠক ডেকেছেন। বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বৈঠকে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপদেষ্টা তাঁকে ফোন করে রোববার বিকেল ৫টায় বৈঠক হওয়ার কথা জানিয়েছেন।
এদিকে একই দিনে প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সন্ধ্যায় বিএনপি ও জামায়াতে ইসলামী দলের প্রতিনিধিদের আলাদা আলাদা বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির সঙ্গে সন্ধ্যা সাড়ে ৭টায়, এবং জামায়াতের সঙ্গে রাত সাড়ে ৮টায় বৈঠক হওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন