করিডোর ও বন্দর ইস্যুতে অন্তর্বর্তী সরকারের একক সিদ্ধান্ত নয়: জামায়াত আমীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫, ১১:০০ অপরাহ্ণ
করিডোর ও বন্দর ইস্যুতে অন্তর্বর্তী সরকারের একক সিদ্ধান্ত নয়: জামায়াত আমীর

দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কোনো সিদ্ধান্তে জামায়াতে ইসলামীর সমর্থন নেই বলে মন্তব্য করেছেন দলের আমীর ডা. শফিকুর রহমান। রোববার (২৫ মে) মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

জামায়াতের আমীর বলেন, করিডোর ও বন্দর ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণের অধিকার নির্বাচিত সরকারের। অন্তর্বর্তী সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে চাইলে, দেশের সকল রাজনৈতিক দলের মতামত নেওয়া জরুরি। এই বিষয়ে জামায়াতের অবস্থান স্পষ্ট—এটি কোনো দলের একক সিদ্ধান্ত হতে পারে না।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর কোনো প্রয়োজন নেই এবং এ ব্যাপারে জামায়াতের কোনো সমর্থন নেই। প্রধান উপদেষ্টা যে সময়সীমা নির্ধারণ করেছেন, অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে—এই সময়সীমার মধ্যেই একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় জামায়াতে ইসলামী।

দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে জামায়াত কোনো আপস করবে না বলেও জানান তিনি।