কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের প্রার্থী ইসলামি বক্তা আমির হামজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫, ১১:০২ অপরাহ্ণ
কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের প্রার্থী ইসলামি বক্তা আমির হামজা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ইসলামি বক্তা আমির হামজার নাম ঘোষণা করা হয়েছে। শনিবার (২৪ মে) বিকেলে কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতার ঘোষণা দেওয়া হয়।

কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর মো. আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দ্দারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন প্রার্থী হিসেবে আমির হামজার নাম ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন বলেন, “আমরা এমন একজন প্রার্থীকে মনোনয়ন দিয়েছি যিনি শুধু দেশেই নন, আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত। এ কারণে কর্মীদের কাজ আরও সহজ হবে, তারা মানুষের দ্বারে গিয়ে তার পক্ষে কথা বলতে পারবেন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস ও অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন।

উল্লেখ্য, ইসলামি বক্তা হিসেবে পরিচিত আমির হামজা এর আগে তার এক ওয়াজে ভারতীয় অভিনেত্রী রাশমিকা মন্দানার সৌন্দর্য নিয়ে মন্তব্য করে আলোচনায় আসেন এবং পরে ক্ষমা চান। সেই আলোচিত বক্তাই এবার সরাসরি রাজনৈতিক অঙ্গনে পা রাখলেন জামায়াতের প্রার্থী হিসেবে।