ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা, দুই দফায় চলছে আলোচনা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় প্রবেশ করেছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। রোববার (২৫ মে) বিকেল ৫টা ২০ মিনিটে প্রথম দফার বৈঠকের জন্য নেতারা যমুনায় প্রবেশ করেন।
জানা গেছে, দুই দফায় বৈঠক করছেন প্রধান উপদেষ্টা।
প্রথম দফার আলোচনায় অংশ নিয়েছেন কর্নেল (অব.) অলি আহমদ, মুজাহিদুল ইসলাম সেলিম, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, হাসনাত কাইয়ুম, মুজিবর রহমান মঞ্জু, খালেকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
দ্বিতীয় দফার বৈঠকে অংশ নিচ্ছেন মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নুরুল হক নুর, মাওলানা মুসা বিন ইজহার ও মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি।
এর আগে শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিএনপি, জামায়াতে ইসলামী ও নবগঠিত ছাত্রভিত্তিক দল এনসিপির প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন ড. ইউনূস। সেইসব বৈঠকে সংশ্লিষ্ট দলগুলো তাদের নিজ নিজ রাজনৈতিক অবস্থান ও দাবি প্রধান উপদেষ্টার সামনে তুলে ধরেন।
এই বৈঠকগুলোর মাধ্যমে দেশের রাজনৈতিক অচলাবস্থার সমাধানে একটি আলোচনাভিত্তিক ও গ্রহণযোগ্য পথ খোঁজা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন