দৃষ্টি হারানো চার যুবকের বিষপানে আত্মহত্যার চেষ্টা, পুনর্বাসন ও নিরাপত্তার দাবি

রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের কক্ষে ঢুকে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন ‘জুলাই আন্দোলনে’ দৃষ্টিশক্তি হারানো চার যুবক। রোববার (২৫ মে) দুপুরে পুনর্বাসন ও উন্নত চিকিৎসার দাবিতে চলমান এক বৈঠকের সময় তারা এই পদক্ষেপ নেন।
আত্মহত্যার চেষ্টাকারী যুবকরা হলেন—শিমুল, মারুফ, সাগর ও আখতার হোসেন (আবু তাহের)। পরে তাদের দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তারা শঙ্কামুক্ত রয়েছেন।
হাসপাতালের পরিচালক ডা. আবুল খায়ের জানান, জুলাই ফাউন্ডেশনের সিইও-এর সঙ্গে বৈঠক চলাকালে চার যুবক কক্ষে প্রবেশ করেন। সিইও অপেক্ষা করতে বললে, তারা ক্ষুব্ধ হয়ে পূর্বপ্রস্তুত বিষপান করেন। তিনি বলেন, “জুলাই আন্দোলনে চোখ হারানো এই যুবকদের অভিযোগ—দীর্ঘ নয় মাসেও তাদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”
তিনি আরও জানান, আহতদের মধ্যে দুজনকে সিঙ্গাপুরে পাঠানো হলেও গুরুতর ক্ষতির কারণে তাদের দৃষ্টি ফিরিয়ে আনা সম্ভব হয়নি। চিকিৎসার প্রয়োজন না থাকলেও বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন তারা। একজনের চাঁদপুরের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও তাদের মানসিকভাবে বিপর্যস্ত করেছে।
পরিচালক জানান, দীর্ঘ অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা থেকেই তারা আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছেন। রাত ৮টার দিকে শেরেবাংলা নগর থানার এসআই অমৃতা দত্ত বলেন, “এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিস্তারিত তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় দ্রুত আহতদের পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন