সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধান বিচারপতির জরুরি বৈঠক

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ রোববার (২৫ মে) বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে জরুরি বৈঠক করেছেন। এই বৈঠকের মাধ্যমে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
এছাড়া, একই দিনে প্রধান উপদেষ্টা বিকেলে দুই দফায় পৃথকভাবে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। প্রথম দফায় বিকেল ৫টায় অংশ নেবেন ১১ জন নেতৃবৃন্দ, যাদের মধ্যে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ (বীর বিক্রম), মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জুনায়েদ সাকী, হাসনাত কাইয়ুম, মুজিবর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন রয়েছেন।
দ্বিতীয় দফার বৈঠক সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে, যেখানে অংশ নেবেন মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার ও মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি।
এর আগে শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় পৃথক বৈঠকে অংশগ্রহণ করে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। সেখানে নির্বাচন, বিচার প্রক্রিয়া ও রাজনৈতিক সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ বৈঠকের তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন