জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আবদুল হান্নান মাসউদের ধর্মঘট ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ সচিবালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও দেশের বন্দরগুলোতে চলমান ধর্মঘটকে কেন্দ্র করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
সোমবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি বলেন, “আজ সচিবালয়, এনবিআর কিংবা পোর্টে যারা স্ট্রাইক করছেন, তাদের বলছি বিপ্লব ওখানেও হবে।”
মাসউদ বলেন, “আপনারা দুর্নীতি আর লুটপাটের স্বাধীনতা চাচ্ছেন, কিন্তু ২৪-পরবর্তী সময়ে আর সেই সুযোগ থাকবে না। হাসিনা সরকারের পুরো শাসনামলে যেসব গুম, খুন, দুর্নীতি ও অর্থপাচার হয়েছে, তার প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগী আপনারা। ভাববেন না, পার পেয়ে গেছেন। পার পাওয়ার কোনো সুযোগ নেই।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সরকারের উচিত অবিলম্বে এসব দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে অপসারণ করে নিরপেক্ষ একটি কমিশনের মাধ্যমে তদন্ত চালানো এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।”
আপনার মতামত লিখুন