ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেনের শপথ গ্রহণ আটকে থাকার বিষয়ে ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকনের বক্তব্য

গেজেট অনুযায়ী, নির্বাচিত জনপ্রতিনিধিকে ৩০ দিনের মধ্যে শপথ গ্রহণ করানো বাধ্যতামূলক। তবে ৩০ দিন পেরিয়ে গেলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এখনও শপথ গ্রহণ করেননি। এই দেরির জন্য সরকারকেই দায়ী করছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন।
সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যারিস্টার খোকন বলেন, “গেজেট অনুযায়ী ৩০ দিনের মধ্যে শপথ পড়ানোর কথা, কিন্তু আজ ৩০ দিন পেরিয়ে গেলেও তা হয়নি। এটি বেআইনি ও অগ্রহণযোগ্য। সরকারের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে এই ব্যত্যয় ঘটানো হয়েছে।”
তিনি আরও জানান, ইশরাক হোসেন শপথ গ্রহণের জন্য প্রস্তুত ছিলেন এবং বারবার তাগিদ ও লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। কিন্তু সরকার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। “ফলে সরকারের দায়িত্ব পালন ব্যর্থ হয়েছে এবং এর দায় তাদেরই নিতে হবে।”
ব্যারিস্টার খোকন বলেন, “আইনে স্পষ্ট বলা আছে, নির্বাচিত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে শপথ না নিলে তার পদ বাতিল হতে পারে, কিন্তু কর্তৃপক্ষ শপথ না পড়ালে নির্বাচিত ব্যক্তির কোনো দোষ নেই। ইশরাক শপথ নিতে প্রস্তুত ছিলেন, অথচ সরকার তা পড়ায়নি। বিষয়টি আদালতের মাধ্যমে সমাধান করতে হবে। আমরা উচ্চ আদালতে যাব।”
তিনি আরো জানান, গেজেট স্থগিতের জন্য যারা রিট করেছিলেন তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। সোমবার আপিল বিভাগের চেম্বার জজের কাছে মামলাটি উপস্থাপন করা হলেও আদালত তা গ্রহণ করেননি, ফলে গেজেট স্থগিতের চেষ্টাও সফল হয়নি।
আপনার মতামত লিখুন