নয়াপল্টনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার’ মহাসমাবেশে তরুণদের ঢল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর তিন অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ রাজধানীর নয়াপল্টনে শুরু হয়েছে। বুধবার (২৮ মে) বিকেল ৩টা ৩৭ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের সূচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সমাবেশস্থল ও আশপাশের এলাকা সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে। নেতাকর্মীদের হাতে ছিল নানা রকম স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড। মৌচাক থেকে শুরু করে শান্তিনগর, কাকরাইল, ফকিরাপুল, পল্টনসহ নয়াপল্টন অভিমুখে প্রতিটি সড়কে নেতাকর্মীদের উপস্থিতিতে তৈরি হয় জনস্রোত।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগ থেকে প্রায় ১৫ লাখ তরুণ এই মহাসমাবেশে অংশ নিয়েছেন। দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল এসে যোগ দিতে থাকে মূল সমাবেশে।
এই সমাবেশ বিএনপির ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। পুরো মে মাসজুড়ে তরুণদের রাজনীতির সঙ্গে যুক্ত করতে এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে এই তিনটি সংগঠন একাধিক সেমিনার ও সমাবেশ আয়োজন করে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় এরইমধ্যে সফলভাবে কর্মসূচি সম্পন্ন হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত এই মহাসমাবেশ ছিল কর্মসূচির চূড়ান্ত ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব।
দলীয় নেতৃবৃন্দ এই সমাবেশের মাধ্যমে তরুণ সমাজের মধ্যে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চান— “রাজনীতিতে তরুণরাই ভবিষ্যৎ।”
আপনার মতামত লিখুন