“সংস্কারের অজুহাতে নির্বাচন পেছানো যাবে না”: নয়াপল্টনে বিএনপি সমাবেশে আমীর খসরু

বিচার ও সংস্কারের অজুহাতে নির্বাচন পেছানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত তারুণ্যের সমাবেশে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, “আজকে আমরা যে অবস্থানে দাঁড়িয়ে আছি, সেখান থেকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই—গণতন্ত্র মানেই নির্বাচন। এখানে কোনো বিচার কিংবা সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “সংস্কারের কথা বিএনপি বহু আগে থেকেই বলে আসছে। বেগম খালেদা জিয়া অনেক আগেই ‘ভিশন ২০৩০’ উপস্থাপন করেছিলেন। এরপর তারেক রহমান দুই বছর আগে ২৮ দফা সংস্কার প্রস্তাব দেন, যা পরে ৩১ দফায় পরিণত হয়। সুতরাং সংস্কারের নামে আজ যারা নির্বাচন পিছিয়ে দিতে চায়, তাদের উদ্দেশ্য স্পষ্ট।”
তরুণদের উজ্জীবিত উপস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, “আজকের এই সমাবেশে তরুণরা এসেছে তাদের ভোটের অধিকার আদায়ের জন্য। তাদের আশা পূরণে সংশ্লিষ্টদের এখনই কার্যকর ভূমিকা রাখতে হবে।”
সমাবেশস্থলে সকাল ১০টা থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন। এ ছাড়া সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকেও নেতাকর্মীরা এসে অংশ নেন এই সমাবেশে।
আপনার মতামত লিখুন