কুষ্টিয়ায় ছয় ঘণ্টার মধ্যে রাসেলস ভাইপার সাপের কামড়ে দুই কৃষি শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়ায় ছয় ঘণ্টার ব্যবধানে রাসেলস ভাইপার সাপের কামড়ে দুইজন কৃষি শ্রমিকের মৃত্যু ঘটেছে। বুধবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম ঘটনা মঙ্গলবার (২৭ মে) গভীর রাতে ঘটে। দৌলতপুর উপজেলার গবরগাড়া গ্রামের আশরাফুল হোসেন কালু (৩৫) স্থানীয় একটি আম বাগানে কাজ করার সময় সাপের কামড়ের শিকার হন। গুরুতর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বুধবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আশরাফুল কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন।
দ্বিতীয় ঘটনা বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটে। কুমারখালী উপজেলার চর জগন্নাথপুর গ্রামের কামরুল প্রামানিক (৫০) কলা বাগানে কাজ করার সময় সাপের কামড়ে গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। কামরুলও কৃষিকাজে নিয়োজিত ছিলেন।
মৃত কামরুলের ভাতিজা বিপুল প্রামানিক বলেন, “চাচা সাপে কামড়ানোর পর সাপটিকে মেরে হাতে নিয়ে বাড়ি ফিরে আসেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও রক্ষা হয়নি।”
আরএমও ডা. হোসেন ইমাম জানান, “রাসেলস ভাইপার সাপের কামড়ে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল দুজনকে। যথাযথ চিকিৎসা দেওয়া হলেও তারা মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”
স্থানীয়রা অভিযোগ করেছেন, গ্রামীণ এলাকায় সাপের কামড় সম্পর্কে সচেতনতার অভাব এবং পর্যাপ্ত অ্যান্টিভেনমের অভাবে সাপের কামড়ে মৃত্যুর হার বাড়ছে। তারা দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন