কুষ্টিয়ার ভেড়ামারায় হতদরিদ্র ৩২ জেলের মাঝে বকনা গরুর বাছুর বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৩:৩০ অপরাহ্ণ
কুষ্টিয়ার ভেড়ামারায় হতদরিদ্র ৩২ জেলের মাঝে বকনা গরুর বাছুর বিতরণ

“জাটকা সংরক্ষণে বাড়বে ইলিশের উৎপাদন” স্লোগানকে সামনে রেখে ২০২৪-২৫ অর্থবছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’ এর আওতায় বিকল্প কর্মসংস্থানের জন্য কুষ্টিয়ার ভেড়ামারায় হতদরিদ্র ৩২ জন জেলের মাঝে বকনা গরুর বাছুর বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে মৎস্য অফিসের সামনে আয়োজিত অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জেলেদের হাতে বাছুর তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মি শিরিন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা, অন্যান্য সরকারি কর্মকর্তা এবং উপকারভোগী জেলেরা।

বকনা গরুর বাছুর পেয়ে খুশি নদীপাড়ের হতদরিদ্র জেলেরা বলেন, মাছ ধরা নিষেধাজ্ঞার সময় এসব গরু তাদের বিকল্প জীবিকার উৎস হবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মি শিরিন জানান, “ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় ওই সময়ে হতদরিদ্র জেলেরা বিকল্প পেশায় নিয়োজিত থাকতে পারে, সে লক্ষ্যে সরকার এই প্রকল্প বাস্তবায়ন করেছে। উপজেলার ৩২ জন জেলেকে চিহ্নিত করে প্রত্যেককে একটি করে বকনা গরুর বাছুর প্রদান করা হয়েছে।”