ফরিদপুরে স্ত্রীকে যৌতুকের জন্য হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৩:১৭ অপরাহ্ণ
ফরিদপুরে স্ত্রীকে যৌতুকের জন্য হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড

ফরিদপুরের সদর উপজেলার ডিগ্রিচর ইউনিয়নের দিরাজতুল্লাহ মাতুব্বরের ডাঙ্গী গ্রামে স্ত্রী শান্তা (২২) কে যৌতুকের জন্য হত্যার দায়ে তার স্বামী আসাদ ওরফে বাচ্চু (৪৩) কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানারও আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৮ মে) দুপুর দেড়টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ শামীমা পারভীন রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসাদ আদালতে উপস্থিত ছিলেন এবং পরে পুলিশ প্রহরায় কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহারে জানা যায়, ২০২২ সালের ২৫ অক্টোবর রাতে যৌতুকের দাবিতে স্ত্রী শান্তাকে নির্যাতন করে হত্যা করেন আসাদ। পরদিন সকালে ফরিদপুরের এমবিআই এগ্রো ফার্মের একটি ঘর থেকে শান্তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শান্তার মা জরিনা বেগম ২৮ অক্টোবর কোতোয়ালী থানায় মামলা করেন। তিনি অভিযোগ করেন, বিয়ের মাত্র তিন মাসের মধ্যে থেকে আসাদ যৌতুকের জন্য শান্তাকে নির্যাতন করতে শুরু করেন। একবার ছাড়াছাড়ি হলেও পরে দোষ স্বীকার করে আসাদ শান্তাকে পুনরায় বিয়ে করেন। তারা দুজনেই এমবিআই এগ্রো ফার্মে কর্মরত ছিলেন। পুনরায় সংসার শুরু হলেও যৌতুকের জন্য নির্যাতন চলছিল, যা শেষ পর্যন্ত শান্তার প্রাণহানিতে পরিণত হয়।

রাষ্ট্রপক্ষের ১০ জন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড দেয় বলে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান।

রায়ের পর শান্তার পরিবার ও স্থানীয়রা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে কেউ আর এ ধরনের নৃশংস অপরাধ করার সাহস পাবে না।