শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সার্বজনীন’ প্রতিপাদ্যে পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদ্বোধন

পাবনার ভাঙ্গুড়ায় ‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সার্বজনীন’ প্রতিপাদ্যে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা হল রুমে জনস্বার্থ পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানমের সভাপতিত্বে একটি পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এরপর ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমুন নাহার অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রুমানা আকতার, কৃষি সম্প্রসারণ অফিসার এফ এন কামারুস সুনিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. মাহমুদা সুলতানা, সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস আলমসহ আরও অনেকে।
সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মীবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন