ঈদুল আজহা ঘিরে বাস টার্মিনাল কেন্দ্রিক নির্দেশনা জারি করল ডিএমপি

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫, ৭:৩১ অপরাহ্ণ
ঈদুল আজহা ঘিরে বাস টার্মিনাল কেন্দ্রিক নির্দেশনা জারি করল ডিএমপি

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে বাস টার্মিনালগুলোর পরিবেশ শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ রাখতে একগুচ্ছ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এসব নির্দেশনা দেওয়া হয়। এতে গণপরিবহন মালিক-শ্রমিক, যাত্রী এবং পথচারীদের উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন নির্দেশনা তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন, সুগম ও নিরাপদ করতে ডিএমপির ট্রাফিক বিভাগ বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে বাস মালিক ও শ্রমিকদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে, যেন সিডিউল অনুযায়ী বাস টার্মিনাল থেকে ছাড়ে, অতিরিক্ত ভাড়া আদায় না করে, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার বা হয়রানি না করে, একই সিট একাধিক যাত্রীর কাছে বিক্রি না করে এবং বাসের ছাদে অতিরিক্ত যাত্রী বহন না করে। পশুবাহী বা পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া গাড়ি চালনার সময় বেপরোয়া গতি, নেশাগ্রস্ত অবস্থা, মোবাইল বা এয়ারফোন ব্যবহার এবং উচ্চস্বরে গান বাজানো থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চালকদের ড্রাইভিং লাইসেন্স, কাগজপত্র হালনাগাদ থাকতে হবে এবং একটানা ৫ ঘণ্টার বেশি বা দিনে ৮ ঘণ্টার বেশি গাড়ি চালাতে বাধ্য করা যাবে না।

যাত্রীদের উদ্দেশ্যে জানানো হয়েছে, তারা যেন যত্রতত্র নয়, নির্দিষ্ট কাউন্টার বা টার্মিনাল থেকেই বাসে ওঠেন, অপরিচিত কারও দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করেন, মালামাল নিজের তত্ত্বাবধানে রাখেন এবং নির্ধারিত সময়ের আগেই কাউন্টারে উপস্থিত হন। রাস্তা পারাপারে ফুট ওভারব্রিজ, আন্ডারপাস বা জেব্রাক্রসিং ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

পথচারীদের জন্যও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে—রাস্তা পারাপারে জেব্রাক্রসিং, ফুট ওভারব্রিজ ও আন্ডারপাস ব্যবহার করতে হবে, মোবাইল ফোনে কথা বলতে বলতে বা দৌড়ে রাস্তা পার হওয়া যাবে না এবং অবশ্যই ফুটপাত দিয়ে চলতে হবে।

সবশেষে, যেকোনো জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট টার্মিনালের পুলিশ কন্ট্রোলরুম অথবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।