জাপান সফরে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ও প্রবাসী কর্মী পাঠানো বৃদ্ধি পাবে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জাপান সফরের মাধ্যমে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি প্রবাসী কর্মী পাঠানোর পথও প্রসারিত হবে।
রোববার (১ জুন) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, মাতারবাড়ি প্রকল্পে জাপান বড় পরিমাণে বিনিয়োগ করবে। এই প্রকল্পের মাস্টার প্ল্যানে জাপান সহযোগিতার পাশাপাশি ২৯ মিলিয়ন ডলারের বড় অংশও দেবে।
এছাড়া, জাপানের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন। জাপানের প্রধান বিনিয়োগ এজেন্সি জেটপোর সঙ্গে আলোচনা সফল হয়েছে এবং তারা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
শফিকুল আলম আরও জানান, জাপানে বছরে প্রায় এক লাখ প্রবাসী কর্মী পাঠানোর বিষয়েও আলোচনা হয়েছে এবং এই সুযোগকে কাজে লাগানোর জন্য কাজ চলবে। এছাড়া, জাপানে যাওয়ার সময় যে ভিসা জটিলতা ছিল তা কমানোর উপায়ও নিয়ে আলোচনা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে উপ-প্রেস সচিব আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব আহমেদ ফয়েজ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন