দক্ষিণ গাজায় ত্রাণ কেন্দ্র হামলায় ৩০ ফিলিস্তিনি নিহত, হামাসের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৬:৪০ অপরাহ্ণ
দক্ষিণ গাজায় ত্রাণ কেন্দ্র হামলায় ৩০ ফিলিস্তিনি নিহত, হামাসের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত একটি বিতর্কিত সংস্থার ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজায় ওই কেন্দ্রের সামনে জড়ো থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি গুলিবর্ষণ করে, যার ফলে কমপক্ষে ৩০ জন নিহত ও ১২০ জন আহত হয়েছেন।

এদিকে, গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সাড়া দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা জানিয়েছে, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চাই এবং এর জন্য গাজা থেকে সব ইসরাইলি সেনা প্রত্যাহার প্রয়োজন। হামাস এক বিবৃতিতে উল্লেখ করেছে, নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে তারা ১০ জন জীবিত ও ১৮ জন মৃত ইসরাইলি জিম্মি হস্তান্তরের জন্য প্রস্তুত।

বিবৃতিতে হামাস আরও জানায়, তাদের প্রস্তাবের মূল লক্ষ্য স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে সব ইসরাইলি সেনা প্রত্যাহার এবং জনগণের জন্য মানবিক সহায়তার অবাধ প্রবাহ নিশ্চিত করা। যদিও বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সরাসরি সংশোধনের কথা বলা হয়নি, তবে একটি ফিলিস্তিনি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে যে হামাস কিছু সংশোধনের প্রস্তাব দিয়েছে এবং সামগ্রিকভাবে প্রস্তাবটি ইতিবাচক।

হোয়াইট হাউসও জানিয়েছে, প্রস্তাবিত খসড়া নিয়ে হামাস তাদের আপত্তি জানিয়েছে, তবে তাদের মূল শর্তগুলি পুনরায় উল্লেখ করেছে—স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং মানবিক সহায়তার অব্যাহত প্রবাহ।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরাইলি ভূখণ্ডে আকস্মিক হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি করে। এরপর থেকে ইসরাইল গাজায় দীর্ঘদিনের অভিযান চালাচ্ছে, যার ফলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় অন্তত ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।