ফেনীতে কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার
ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫, ৫:৫৯ অপরাহ্ণ

ফেনী জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান মঙ্গলবার জেলার বিভিন্ন কোরবানির পশুর হাট পরিদর্শন করেন। তিনি হাটের পরিস্থিতি খতিয়ে দেখেন এবং সেখানে উপস্থিত ইজারাদার, ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার হাবিবুর রহমান গরু ক্রেতা ও বিক্রেতাদের সতর্ক করেন প্রতারক চক্র থেকে। তিনি বলেন, “বাজারে জাল টাকা সনাক্তের জন্য মেশিন রয়েছে, প্রয়োজনে তা ব্যবহার করুন। গরু ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হলে দ্রুত পুলিশকে জানাতে হবে।”
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) দায়িত্বে অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম এন্ড অপস্) মুঃ সাইফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকীও উপস্থিত ছিলেন।
পুলিশ প্রশাসন ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবসার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন