ভাঙ্গায় বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৪, আহত ৩

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। বুধবার (৪ জুন) সকাল সোয়া ৬টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত তিনজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে সকাল ৭টার দিকে ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়। কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের দ্রুত কার্যক্রমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, “খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আইনগত কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।”
এ দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
আপনার মতামত লিখুন