রংপুর মহানগরীতে অনুমতি ছাড়া সভা-সমাবেশ নিষিদ্ধ: আরপিএমপি

রংপুর মহানগরীতে পূর্বানুমতি ছাড়া সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।
আরপিএমপি কমিশনার মো. মজিদ আলীর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছু রাজনৈতিক দল ও সংগঠন অনুমতি না নিয়েই বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করে নগরবাসীর দুর্ভোগ সৃষ্টি করছে। এতে যানজট ও জনদুর্ভোগ বেড়ে যাচ্ছে।
এ অবস্থায় জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে রংপুর মহানগর এলাকায় যেকোনো ধরনের জনসমাবেশ, মিছিল ও শোভাযাত্রার জন্য আরপিএমপির পূর্বানুমতি বাধ্যতামূলক করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “কোনো ব্যক্তি বা সংগঠন এই নির্দেশনা লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে বলেও জানায় রংপুর মেট্রোপলিটন পুলিশ।
পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন