জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত ৭ জুন সকাল ৭:৩০টায়

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আগামী শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক শাহজাহান মিয়া। বৃহস্পতিবার সকালে ঈদের জামাত, কোরবানির হাট ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
তিনি জানান, আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্পস্থান হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় ঈদগাহে এ বছর ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন বলেও জানান শাহজাহান মিয়া। কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, ১২ ঘণ্টার মধ্যে ডিএসসিসি বর্জ্য অপসারণ সম্পন্ন করবে।
এদিকে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের দিন পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সময়সূচি অনুযায়ী:
- প্রথম জামাত: সকাল ৭টা
- দ্বিতীয় জামাত: সকাল ৮টা
- তৃতীয় জামাত: সকাল ৯টা
- চতুর্থ জামাত: সকাল ১০টা
- পঞ্চম ও শেষ জামাত: সকাল ১০টা ৪৫ মিনিটে
সব প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন হলে, রাজধানীবাসী নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন