মুজিবনগর সরকারের মুক্তিযোদ্ধার মর্যাদা বাতিলের সংবাদ ভিত্তিহীন: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৪:২৮ অপরাহ্ণ
মুজিবনগর সরকারের মুক্তিযোদ্ধার মর্যাদা বাতিলের সংবাদ ভিত্তিহীন: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম স্পষ্ট করে দিয়েছেন যে, শেখ মুজিবুর রহমানসহ মুজিবনগর সরকারের অন্যদের মুক্তিযোদ্ধার মর্যাদা বাতিলের যে সংবাদ ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মো. মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান সবাই মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন।

বুধবার (৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান ফারুক-ই-আজম। তিনি আরও বলেন, মুজিবনগর সরকার স্বাধীনতার জন্য পুরো যুদ্ধ পরিচালনা করেছে এবং এই ঐতিহাসিক সত্যকে কেউ বদলাতে পারে না। এই ধরনের বিভ্রান্তিকর খবরকে ‘মিসলিডিং নিউজ’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, এই সংবাদটি সত্য নয়।

উপদেষ্টা জানান, মুজিবনগর সরকারের সদস্য সবাই মুক্তিযোদ্ধা হলেও ওই সরকারের কর্মকর্তা-কর্মচারীদের ‘সহযোগী মুক্তিযোদ্ধা’ হিসেবে গণ্য করা হবে। তিনি বলেন, প্রজ্ঞাপনে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ আছে, কিন্তু তবুও এ নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করা হচ্ছে।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সংশোধিত অধ্যাদেশ গত মঙ্গলবার (৩ জুন) রাতে গেজেট আকারে প্রকাশিত হয়। এর আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল যে, শেখ মুজিবসহ জাতীয় চার নেতাদের মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করা হবে না এবং তারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অবশেষে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম এই ভুল তথ্যের সম্পূর্ণ ভিত্তিহীনতা তুলে ধরে বিতর্কের ইতি টানেন।