পবিত্র ঈদুল আজহা উদযাপন ও রাষ্ট্রীয় প্রস্তুতি

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৭ জুন, ২০২৫, ৫:২৪ অপরাহ্ণ
পবিত্র ঈদুল আজহা উদযাপন ও রাষ্ট্রীয় প্রস্তুতি

আজ শনিবার দেশের প্রতিটি কোণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ঈদের নামাজ শেষে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করবেন। ইসলামিক ইতিহাস অনুসারে, এই ঈদ উদযাপন করা হয় হজরত ইব্রাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.) এর মহান ত্যাগের স্মরণে। কোরবানি আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ ও আনুগত্যের এক বিশেষ নিদর্শন।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইতোমধ্যে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। হজের প্রধান অংশ হিসেবে মুসল্লিরা আরাফাত ময়দানে সমবেত হয়ে অবস্থান করেছেন এবং মিনায় পশু কোরবানির মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন। ইসলামে কোরবানির গুরুত্ব অপরিসীম; পবিত্র কোরআনে বলা হয়েছে, “অতএব আপনার পালনকর্তার উদ্দেশে নামাজ পড়ুন এবং কোরবানি করুন।” রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ঈদুল আজহার দিনে কোরবানির চেয়ে আল্লাহর কাছে আর কোনো কাজ অধিক প্রিয় নয়। গরু, মহিষ, ছাগল, ভেড়া, উট—হালাল পশু দিয়ে কোরবানির বিধান রয়েছে।

ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। জাতীয় পত্রিকাগুলো বিশেষ সংখ্যা প্রকাশ করেছে, এবং বিভিন্ন টেলিভিশন ও রেডিও চ্যানেল ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। সরকারি হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে উন্নত খাবারের ব্যবস্থা করা হয়েছে।

ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত, যেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিচারপতি, রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করবেন। জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. আবদুল মালেক। আবহাওয়া প্রতিকূল হলে জামাত স্থানান্তরিত হবে বায়তুল মোকাররম মসজিদে সকাল ৮টায়। ইসলামিক ফাউন্ডেশন সকাল ৭টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত পাঁচটি জামাতের আয়োজন করেছে। র‌্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঈদের জামাত নির্বিঘ্ন ও নিরাপদে সম্পন্ন করতে সচেতনভাবে দায়িত্ব পালন করবে। স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার জন্য প্রশাসন বিশেষ ব্যবস্থা নিয়েছে।