জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য:

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেন, তারা একটি ভালো ও সুষ্ঠু নির্বাচন আশা করছেন। সৎ নেতৃত্বের মাধ্যমে পাঁচ বছরের মধ্যে দেশ বদলে যাবে বলে তার দৃঢ় বিশ্বাস।
তিনি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা না করার আহ্বান জানান এবং শহিদদের রক্তের প্রতি অবজ্ঞা ও অনাদরপূর্ণ কোনো নির্বাচন দেখতে চান না। শহিদদের রক্তের মর্যাদা রক্ষায় সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য বলে মনে করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনে বাইরের দেশের হস্তক্ষেপ জনগণের কাম্য নয় এবং অন্য দেশের বিষয়েও হস্তক্ষেপ চান না। সবাইকে বন্ধু হিসেবে দেখতে চান তিনি।
একই সঙ্গে তিনি একটি প্রতিহিংসাহীন সমাজ গড়ার কথা বলেন। তিনি বলেন, নিজের বিরুদ্ধে যেসব অজুহাতে যুদ্ধাপরাধের মামলা হয়েছে, তার পক্ষে সেগুলো অযৌক্তিক ছিল এবং কুলাউড়াবাসী তার পক্ষে ছিল। তিনি প্রতিশোধ নেবেন না, কারণ এতে সমাজ অসুরের মতো হয়ে যাবে, তবে অপরাধীদের ন্যায় বিচার অবশ্যই হবে।
ডা. শফিকুর রহমান দুর্নীতি ও সিন্ডিকেট নির্মূলে সঠিক জায়গায় আঘাত দেওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের বিদ্যমান সম্পদই যথেষ্ট বাংলাদেশের উন্নয়নে। তিনি বলেন, শিক্ষার কারিকুলাম নৈতিকতার ওপর ভিত্তি করলে শিক্ষা পূর্ণতা পাবে এবং ট্যাক্স দিয়ে অর্জিত অর্থ সুষ্ঠুভাবে ব্যয় করলে ঘুষ প্রথা কমে আসবে।
মতবিনিময় সভায় জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন