কুড়িগ্রাম পৌরসভায় ১২ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ, স্বস্তিতে পৌরবাসী

কুড়িগ্রাম পৌরসভায় ঈদুল আজহার কোরবানির পশুর বর্জ্য মাত্র ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয় প্রশাসন। দ্রুত এই পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হওয়ায় পৌরবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষ বিরাজ করছে।
জেলা প্রশাসক নুসরাত সুলতানার সরাসরি তত্ত্বাবধান ও সুস্পষ্ট নির্দেশনায় পৌরসভা কর্তৃপক্ষ এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করে। এর ফলে বিগত বছরগুলোর তুলনায় এবার শহর পরিচ্ছন্ন রাখতে নজরকাড়া অগ্রগতি দেখা গেছে। আগে যেখানে কোরবানির বর্জ্য অপসারণে কয়েক দিন সময় লাগত, এবার তা ১২ ঘণ্টার মধ্যেই সম্পন্ন হওয়ায় দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা পেয়েছেন নাগরিকরা।
সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক বলেন, “বিগত সময়ের তুলনায় এবার বর্জ্য দ্রুত অপসারণে পৌরবাসী স্বস্তি পেয়েছে। আমি ব্যক্তিগতভাবে জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই।”
জেলা বিএনপির সদস্য ও সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, “পূর্বে মেয়রের অদক্ষতায় বর্জ্য অনেক দিন পড়ে থাকত, যা পরিবেশ দূষণ করত। এবার জেলা প্রশাসকের নির্দেশনায় ১২ ঘণ্টার মধ্যেই শহর পরিষ্কার হয়েছে।”
এই সাফল্যের জন্য জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পৌর প্রশাসক এবং সংশ্লিষ্ট সকল কর্মীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন পৌর এলাকার সাধারণ মানুষ। দ্রুত ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে কুড়িগ্রাম পৌরসভা একটি পরিচ্ছন্ন শহরের উদাহরণ হিসেবে সামনে এসেছে।
আপনার মতামত লিখুন