চিত্রা নদীতে ভেসে উঠল ৮০ বছরের বৃদ্ধার লাশ, পরিবারের দাবি ছিলেন নিখোঁজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫, ৬:৫০ অপরাহ্ণ
চিত্রা নদীতে ভেসে উঠল ৮০ বছরের বৃদ্ধার লাশ, পরিবারের দাবি ছিলেন নিখোঁজ

মাগুরার শালিখা উপজেলার গোবরা গ্রামসংলগ্ন চিত্রা নদীতে ৮০ বছর বয়সী এক বৃদ্ধার লাশ ভেসে উঠেছে। সোমবার সকাল আনুমানিক ৮টার দিকে নদীতে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করে।

সকাল ১১টার দিকে পাঁচকাহুনিয়া গ্রামের গফ্ফার মণ্ডল লাশটি শনাক্ত করেন। তিনি জানান, তার মা শনিবার ঈদের দিন বিকেলে খাওয়া-দাওয়া শেষে বোনের বাড়ি নারিকেলবাড়িয়ার উদ্দেশে রওনা দেন এবং এরপর থেকেই নিখোঁজ ছিলেন। তিনি আরও জানান, বৃদ্ধা মানসিক রোগে ভুগতেন এবং বয়সজনিত কারণে প্রায়ই অনেক কিছু ভুলে যেতেন।

পুলিশের ওসি ওলি মিয়া বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নড়াইলের নড়াগাতী নৌ-পুলিশকে জানানো হয়। পরে নৌ-পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং তদন্তের দায়িত্ব গ্রহণ করেছে নৌ-পুলিশ।

নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) তপন কুমার জানান, উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।