নড়াইলে সেনা অভিযানে অবৈধ স্নাইপার রাইফেল উদ্ধার, পলাতক অভিযুক্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ
নড়াইলে সেনা অভিযানে অবৈধ স্নাইপার রাইফেল উদ্ধার, পলাতক অভিযুক্ত

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে অবৈধভাবে ব্যবহৃত একটি উন্নতমানের স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা ও বিশ্বস্ত সূত্রের তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পুরুলিয়া গ্রামের সোহান মোল্লা নামের এক ব্যক্তি অবৈধভাবে ৪.৫ ক্যালিবারের একটি নাইট্রো স্নাইপার রাইফেল (টেলিস্কোপ ও সাইলেন্সার সংযুক্ত) ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছিলেন। তার বাড়িতে সেনাবাহিনীর দুটি টহল দলের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে অভিযান চালায়। বাড়ি ঘিরে তল্লাশি চালিয়ে সোহানের বিছানার নিচে লুকিয়ে রাখা রাইফেলটি উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় সোহান মোল্লা পলাতক ছিলেন, ফলে তাকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অভিযানের পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

নড়াইল সেনা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, “এই ধরনের কার্যকর যৌথ অভিযান ভবিষ্যতেও সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র চক্র নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সর্তক অবস্থানে রয়েছে।