রাজারহাটে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ, আটক ১

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫, ৬:৫১ অপরাহ্ণ
রাজারহাটে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ, আটক ১

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমর গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি যৌথ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে সেনাবাহিনীর ক্যাপ্টেন খালিদের নেতৃত্বে অভিযানটি শুরু হয়। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর একটি দল অংশ নেয় এবং একটি নির্দিষ্ট বাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে ছিল ১৪০ বোতল স্কাফ, ৫ বোতল ফেনসিডিল, ২৪টি ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা। এছাড়াও উদ্ধার করা হয়েছে নগদ ২২ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন। অভিযানের সময় মো. এনামুল হক (৪০) নামে এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তিনি জয়কুমর গ্রামের আহমদ আলীর ছেলে।

অভিযান শেষে এনামুল হককে রাতেই রাজারহাট থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিকাশ চন্দ্র রায়।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূল করতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। পাশাপাশি, জনগণকে মাদকের বিরুদ্ধে সচেতন থাকতে এবং সন্দেহভাজন মাদককারবারিদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।