ঈদের ছুটির মাঝামাঝিতে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১০:৩৯ অপরাহ্ণ
ঈদের ছুটির মাঝামাঝিতে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ

ঈদের ছুটির মাঝামাঝি সময়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন দেশের বিভিন্ন অঞ্চলের কর্মজীবী মানুষ। মঙ্গলবার (১০ জুন) ঈদের চতুর্থ দিনে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনে ফিরতি মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে কোথাও কোনো বড় ভিড় বা বিশৃঙ্খলা দেখা যায়নি। দূরপাল্লার বাসগুলো নির্ধারিত সময়েই ঢাকায় পৌঁছাচ্ছে এবং ট্রেনগুলোও সময়মতো স্টেশনে প্রবেশ করছে।

মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা নির্বিঘ্নে ঢাকা পৌঁছাতে পারছেন এবং পথে বড় কোনো যানজটের সম্মুখীন হচ্ছেন না। ঢাকায় প্রবেশের গুরুত্বপূর্ণ পয়েন্ট যেমন গাজীপুর, আমিনবাজার ও নারায়ণগঞ্জে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সাধারণত ঈদের পরদিন ও তৃতীয় দিন থেকেই ঢাকায় যাত্রীর চাপ শুরু হয়, কিন্তু এবার দীর্ঘ ছুটির কারণে এখনও ঢাকায় চাপ বাড়েনি।

জামালপুরের সরিষাবাড়ি থেকে ঢাকায় ফেরেন জোবায়ের হোসেন, তিনি জানান যাত্রাপথে কোন ভোগান্তি হয়নি এবং বাস নির্ধারিত সময়ের আগেই ঢাকায় পৌঁছেছে। নেত্রকোনার মদন থেকে আসা রিনা বেগম বলেন, ঝামেলামুক্ত ফেরার জন্য আগেভাগে ঢাকায় ফিরেছেন এবং দুই দিন পর থেকে ফের চাপ শুরু হবে বলে আশা করছেন। এক বাস চালক জামান মিয়া বলেন, ঈদের আগে যাত্রীর চাপ বেশি থাকলেও ফেরার সময় ধীরে ধীরে মানুষ ফিরছেন, তাই সড়কে ভোগান্তি কম রয়েছে।

ঢাকায় ফিরতে আসা অনেক যাত্রী অভিযোগ করেছেন ফিরতি পথে ভাড়া বাড়াবাড়ি হয়েছে, তবে আগেভাগেই টিকিট বুক করায় বড় ঝামেলা হয়নি। ঢাকা রেলওয়ে স্টেশনের সূত্র জানায়, সকালে ট্রেনগুলো ঢাকায় ফিরছে, যাত্রী চাপ কিছুটা থাকলেও অতিরিক্ত নয়, তবে আগামী কয়েক দিনে চাপ বাড়তে পারে।

সরকারি ছুটি ১৪ জুন পর্যন্ত থাকায় এ পর্যন্ত রাজধানীতে ফিরতে যাওয়া যাত্রীরা স্বস্তিকর ও শৃঙ্খলাপূর্ণ যাত্রার কথা জানাচ্ছেন।