তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, তাপপ্রবাহ আরও তিন দিন থাকতে পারে

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১০:৪৬ অপরাহ্ণ
তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, তাপপ্রবাহ আরও তিন দিন থাকতে পারে

দেশজুড়ে প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। এর মধ্যে নীলফামারীতে সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং টাঙ্গাইলে সর্বনিম্ন ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ৪৯টি জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আরও অন্তত তিন দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। তিনি বলেন, বাংলাদেশের উপর মৌসুমি বায়ুর কার্যকারিতা কম এবং উত্তর বঙ্গোপসাগরে এটি দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে, ফলে তাপমাত্রা বেড়েছে।

তবে রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ২৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার ফলে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। যদিও আজকের দিনে ঢাকার তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি।

তাপপ্রবাহের কারণে খোলা রাস্তায় মানুষের চলাচল যেমন সীমিত হয়ে পড়েছে, তেমনি স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের জন্য এ আবহাওয়া আরও বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। জনসাধারণকে বেশি সময় রোদে না থাকার ও যথেষ্ট পানি পান করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।