হজপালনে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু, মোট প্রাণহানি ২২

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১০:৪৫ অপরাহ্ণ
হজপালনে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু, মোট প্রাণহানি ২২

চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসিন্দা গোলাম মোস্তফা (৫৮)। মঙ্গলবার (১০ জুন) তার মৃত্যুর মধ্য দিয়ে এবার হজযাত্রায় গিয়ে মৃত্যুবরণকারী বাংলাদেশির সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে। তাদের মধ্যে ২০ জন পুরুষ এবং ২ জন নারী।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের তথ্য অনুযায়ী, মৃত্যুবরণকারীদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৪ জন, মদিনায় ৭ জন এবং আরাফায় ১ জন। সর্বশেষ মৃত্যুর খবর ছাড়াও পোর্টালে জানানো হয়েছে, এ বছর হজযাত্রার শুরু থেকেই একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে।

প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ২৯ এপ্রিল, রাজবাড়ীর পাংশার বাসিন্দা মো. খলিলুর রহমান (৭০) মৃত্যুবরণ করেন। এরপর এক মাসের মধ্যে আরও ২১ হজযাত্রী বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পঞ্চগড় সদরের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবির, জামালপুরের বকশিগঞ্জের হাফেজ উদ্দিন, চট্টগ্রামের সন্দ্বীপের মো. অহিদুর রহমান, গাজীপুর, রংপুর, চাঁদপুর, জয়পুরহাট, নীলফামারী, খুলনা, নোয়াখালী ও গাইবান্ধার বিভিন্ন জেলার হাজিরা।

এ বছর হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয়েছিল ২৯ এপ্রিল, যা শেষ হয় ৩১ মে। ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ১০ জুন থেকে, আর শেষ ফ্লাইট ঢাকায় অবতরণ করবে ১০ জুলাই।

প্রথম ফিরতি ফ্লাইটটি ছিল সৌদি এয়ারলাইন্সের ‘এসভি-৩৮০৩’, যা সকাল ১০টা ৫৪ মিনিটে ৩৭৭ জন হাজিকে নিয়ে ঢাকায় পৌঁছায়। হজযাত্রীদের মৃত্যু সংবাদে দেশে থাকা স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি হজ পালনকারীদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও সহায়তা বাড়ানোর দাবিও উঠছে বিভিন্ন মহলে।