ছাত্রদল ও বিএনপির জবরদখল ও সহিংস রাজনীতির প্রতি ইসলামী ছাত্রশিবিরের উদ্বেগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৭:০৫ অপরাহ্ণ
ছাত্রদল ও বিএনপির জবরদখল ও সহিংস রাজনীতির প্রতি ইসলামী ছাত্রশিবিরের উদ্বেগ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম বলেছেন, বিএনপি ও তার ছাত্রসংগঠন ছাত্রদল জবরদখল এবং সহিংস রাজনীতির এক ভয়ংকর সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম লিখেছেন, ছাত্রদলের এক নেতা ছাত্রলীগ নেতাকে বাঁচাতে অস্ত্র হাতে গুলি চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তার কথায়, “অস্ত্র ব্যবহার করে ছাত্রলীগ নেতাকে রক্ষা করা একদিকে ভয়ংকর বার্তা বহন করছে, অন্যদিকে এটি ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রলীগকে পুনর্বাসনের প্রমাণ।”

তিনি আরও বলেন, চাঁদপুরে মুহাদ্দিস আবু নসর আশরাফীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি সংঘবদ্ধভাবে হামলা চালিয়েছে। এছাড়া শরীয়তপুরে ছাত্রদলের অভ্যন্তরীণ সংঘর্ষে আহত এক নিষ্পাপ মাদ্রাসা ছাত্র বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাদিক কায়েম অভিযোগ করে বলেন, “জুলাই মাসের পরপরই হাজারো শহীদের স্বপ্ন ও আদর্শকে ভূলুণ্ঠিত করছে ছাত্রদল ও বিএনপি। তারা বারবার জবরদখল ও সহিংস রাজনীতির সংস্কৃতিতে ফিরে যাচ্ছে। আমি আশা করি তারা এ পথ থেকে সরে আসবে, অন্যথায় ছাত্রজনতা অচিরেই উপযুক্ত জবাব দিবে।”