ড. ইউনূস ১২ ঘণ্টা প্লেন চালিয়ে লন্ডনে তারেক রহমানের সঙ্গে কথা বলতে গেছেন: ফজলুর রহমান

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, বাংলাদেশের সমস্ত পথ হারিয়ে ফেলেছেন ড. মুহাম্মদ ইউনূস, তিনি পথ খুঁজতে আমাদের নেতা তারেক রহমানের কাছে লন্ডন পর্যন্ত ১২ ঘণ্টা প্লেন চালিয়ে গেছেন। তিনি সেখানে কথা বলার সুযোগ চান।
বুধবার বিকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ফজলুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, “আমাদের নেতা তারেক রহমানের দেশ চালানোর ব্যাপারে সমস্ত ক্ষমতা আছে। আমি আগেও বলেছিলাম, নির্বাচন দেওয়াটা জরুরি, কিন্তু কেউ শোনেনি। ১৫ দিন আগেও ইউনূস সাহেব ছয়দিন পর্যন্ত বিএনপির সময় চেয়েও ১ ঘণ্টা সময় পাননি। এখন ১২ ঘণ্টা ফ্লাইট করে লন্ডনে গিয়ে আমাদের নেতার সঙ্গে কথা বলবেন।”
ফজলুর রহমান আরও জানান, তারেক রহমানের সঙ্গে ঐ বৈঠক শুক্রবার হবে। তিনি আশা প্রকাশ করেন যে, ইউনূস সাহেব সৎ ও সত্যভাবে কথা বলবেন। তিনি যোগ করেন, “আপনি নোবেল পুরস্কারপ্রাপ্ত, আমি আপনার মুরুব্বি। আশা করবো আলোচনার মাধ্যমে দেশের ভবিষ্যৎ রক্ষা করবেন এবং আন্দোলন নয়, এখন দেশের মানুষ ভোট দিতে চায়।”
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়িবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম রতন, উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ অন্যান্য বরেণ্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন