ইরানের ওপর ইসরায়েলের হামলার পর খামেনির শীর্ষ উপদেষ্টার তেহরান ত্যাগের সম্ভাবনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৬:৩৬ অপরাহ্ণ
ইরানের ওপর ইসরায়েলের হামলার পর খামেনির শীর্ষ উপদেষ্টার তেহরান ত্যাগের সম্ভাবনা

গত শুক্রবার (১৩ জুন) ইসরায়েলি বাহিনী ইরানের বিভিন্ন এলাকায় পরমাণু গবেষণা কেন্দ্র, সামরিক ঘাঁটি ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। এসব হামলায় ইরানে দুই শতাধিক মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ২০ জন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং ১২ জন পরমাণুবিজ্ঞানী রয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। হামলার পর থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

রোববার (১৫ জুন) ইরান ইন্টারন্যাশনাল তাদের লাইভ প্রতিবেদনে জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলী খামেনির শীর্ষ উপদেষ্টা আলী আসগর হেজাজি তেহরান ছেড়ে যাওয়ার সম্ভাব্য পরিকল্পনা করছেন। তারা খবর দেয়, হেজাজি রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন যাতে পরিস্থিতি অবনতি হলে তিনি এবং তার পরিবার নিরাপদে বের হয়ে যেতে পারেন।

রাশিয়ার এক সিনিয়র কর্মকর্তা হেজাজিকে আশ্বস্ত করেছেন, যদি উত্তেজনা আরও বেড়ে যায় তাহলে মস্কো একটি নিরাপদ করিডোরের মাধ্যমে তাকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করবে। একই রকম পদক্ষেপ নিচ্ছেন ইরানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও এবং কিছু কর্মকর্তা ইতোমধ্যেই দেশ ছাড়ার প্রক্রিয়া শুরু করেছেন বলে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে।