ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের শহরে নিহত ১০, আহত ২০০-এর বেশি
ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৬:৩৭ অপরাহ্ণ

ইরানের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন শহরে অন্তত ১০ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত একাধিক দফায় এসব হামলা চালানো হয়।
ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এক্স-এ (পূর্বে টুইটার) দেওয়া শোকবার্তায় এই হামলাকে ‘অপরাধমূলক ইরানি হামলা’ হিসেবে উল্লেখ করেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে নিখোঁজদের নিরাপদে ফিরে আসার জন্য প্রার্থনা করেছেন।
তেল আবিবের দক্ষিণে বাত ইয়াম শহরে হামলার পর বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে।
প্রেসিডেন্ট হারজগ আরও বলেন, “এই শোকের মুহূর্তে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। আমরা আমাদের সেই নাগরিকদের পাশে আছি, যারা আজ সকালে চরম বেদনা ও ক্ষতির মুখে পড়েছেন।”
এই ঘটনার প্রেক্ষিতে উত্তেজনা ক্রমশ বাড়ছে এবং মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হচ্ছে।
আপনার মতামত লিখুন