ইরানে মোসাদের দুই সদস্য গ্রেফতারের দাবি ও দেশজুড়ে ঐক্যের মাত্রা বৃদ্ধি

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ
ইরানে মোসাদের দুই সদস্য গ্রেফতারের দাবি ও দেশজুড়ে ঐক্যের মাত্রা বৃদ্ধি

ইরান অভিযোগ করেছে, তাদের গোয়েন্দা সংস্থা আলবোর্জ প্রদেশ থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে যারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য এবং বিস্ফোরক ও ইলেকট্রনিক ডিভাইস তৈরিতে জড়িত ছিল। এই খবর প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি।

ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা ছায়াযুদ্ধে ইরান আগেও বহু ব্যক্তিকে মোসাদের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ও মৃত্যুদণ্ড দেয়, বিশেষ করে যারা ইরানের পরমাণু কর্মসূচিকে ব্যাহত করতে বা নাশকতা চালাতে চেষ্টা করেছে।

অন্যদিকে, তেহরানভিত্তিক থিঙ্ক-ট্যাংক ডিপ্লো হাউসের পরিচালক হামিদ গোলামজাদেহ আল জাজিরাকে বলেন, ইসরায়েলি হামলা দেশজুড়ে অস্থিরতা সৃষ্টিতে ব্যর্থ হয়েছে বরং এতে ইরানিদের মধ্যে ব্যাপক ঐক্য সৃষ্টি হয়েছে। তিনি বলেন, নেতানিয়াহু ইরানিদের জন্য ‘উপকার’ করেছেন কারণ এসব হামলার ফলে জনগণের মধ্যে প্রতিরোধ ও অভিন্ন মনোভাব গড়ে উঠেছে।

গোলামজাদেহ আরও বলেন, এই ঐক্য কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকারকে নিয়ে নয়, এটি পুরো ইরানকে ঘিরে গড়ে উঠেছে। তিনি বলেন, “এটা ইসলামী প্রজাতন্ত্র, সরকার কিংবা সংস্কারপন্থিদের নয়, বরং শুধুমাত্র ইরানের পক্ষে।”