ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ইসরায়েল ব্যাপক সতর্কতা জারি

ইরান থেকে ইসরায়েলের দিকে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে। রোববার (১৫ জুন) বিকেলে এই ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের নিরাপত্তা বাহিনী দেশের বিভিন্ন স্থানে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় গ্রহণের নির্দেশ দিয়েছে। তেলআবিবসহ প্রধান শহরগুলোতে সাইরেন বাজানো হয়েছে এবং জনসমাগম এড়াতে বলা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে, পরবর্তী হামলাগুলো আরও বড় ও শক্তিশালী হবে। গত দুই দিনে ইসরায়েলি হামলায় অন্তত ৮০ জন নিহত ও ৮০০ জন আহত হয়েছে বলে ইরানি পক্ষের দাবি রয়েছে। অন্যদিকে, ইসরায়েল জানিয়েছে, পাল্টা হামলায় ১০ জন নিহত ও ২০০ এর বেশি আহত হয়েছে।
পরিস্থিতির উত্তপ্ততার কারণে দুই দেশের আকাশসীমা আংশিক বন্ধ রয়েছে, যার ফলে আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলে বাধা পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত নয়, তবে ইরান যদি যুক্তরাষ্ট্রের ওপর হামলা চালায়, তার ফল ভয়াবহ হবে।
আপনার মতামত লিখুন