ঈদুল আজহার ১০ দিনের ছুটির পর অফিস, আদালত, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে

ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটি শেষে আজ রোববার (১৫ জুন) থেকে খুলেছে অফিস, আদালত, ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান। একই দিনে দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোও পুনরায় কার্যক্রম শুরু করেছে।
অফিস শুরুর আগে থেকেই কর্মকর্তা-কর্মচারীরা এসে উপস্থিত হতে থাকেন এবং দীর্ঘ ছুটির পর সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। অনেকেই নতুন উদ্যম নিয়ে কাজে যোগ দিয়েছেন।
রোববার সকাল থেকে ব্যাংকিং কার্যক্রমও নিয়মিতভাবে শুরু হয়। বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজারেও কর্মসূচি চলছে। ব্যাংকের লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে।
রাজধানীর সড়কে গত কয়েক দিনের তুলনায় গাড়ির চাপ ও মানুষের চলাচল বেড়েছে। ঈদের ছুটি কাটিয়ে অনেকে শেষ মুহূর্তে ঢাকায় ফিরেছেন। ভোর থেকে রাজধানীর সদরঘাট এলাকায় দক্ষিণাঞ্চল থেকে আগত যাত্রীবাহী লঞ্চের ভিড় লক্ষ্য করা গেছে। ঈদযাত্রায় কিছু ভোগান্তির মধ্যেও অনেকেই পরিবারের সঙ্গে সময় কাটানোর আনন্দ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ৫ জুন থেকে টানা ১০ দিনের ঈদের ছুটি ছিল। এর আগে উপদেষ্টা পরিষদের সভায় নির্বাহী আদেশে ১১ ও ১২ জুনও ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া, ঈদের আগে দুই শনিবার অফিস খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফলে সরকারি চাকরিজীবীরা ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ছুটি পান।
আপনার মতামত লিখুন